সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন ৯ জনকে জরিমানা
নাহিদ সরদার ,বানারীপাড়া প্রতিনিধিঃ
- প্রকাশিত : ০৬:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৭৮৩ বার পঠিত
নাহিদ সরদার ,বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় করোনার উর্ধ্বগতি রোধে লকডাউন কার্যকর করতে গতকাল ৬ জুলাই মাঠে রয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। উপজেলা প্রশাসনের সাথে পৌর শহরে পুলিশের টহল ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আনসার বাহিনীর সদস্যরা। অন্যদিকে শহরের ওষুধ ও হোটেল ছাড়া অন্য সব দোকান,মার্কেট,গণপরিবহন বন্ধ রয়েছে।
এদিকে নির্দেশনা অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত ৯ জনকে ৯ টি মামলা করেন । এ সময়ে অভিযানে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো হেলাল উদ্দিন উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করেন। এ সময়ে মন্তিপরিষদ বিভাগ এর নির্দেশনা অমান্যে দায়ে ৯টি মামলায় ২১,২০০ টাকা জরিমানা আদায় করা হয়।