বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত

- প্রকাশিত : ১২:৪৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১২৮৫ বার পঠিত

বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত
নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডিএফআইডি’র সহযোগিতায় বিশ্ব নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় পৌর শহরের কলেজ রোডস্থ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পৌর শহরে এক বর্ণাঢ্যর্্যালী বের করা হয়। সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ নুরুল হুদা। এ সময় তিনি বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদের সব সময় আমাদের আগলে রাখতে হবে। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি সবসময় আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকব।
আমাদের সংসদ সদস্য জনাব মোঃ শাহ আলম ভাই অসহায় দুস্থ ও প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করার জন্য তার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যেই তিনি নারীদের পুর্নবাসনের জন্য জয়িতা সংগঠন চালু করেছেন। আপনাদের ব্যাপারেও তিনি আন্তরিক। বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কে. এম. সফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিআরপির বরিশাল প্রজেক্ট ম্যানেজার বিলাস ফলিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক রোজিনা খানম, সহ-সাধারণ সম্পাদক লিমা আক্তার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বেল্লাল, মহিলাবিষয়ক সম্পাদিকা সুমি প্রমুখ। এ সময় প্রতিবন্ধীদের মাধ্যমে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।