বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাইস আহমেদের মায়ের চেহলাম অনুষ্টিত
- প্রকাশিত : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ২৩১ বার পঠিত
বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাইস আহমেদের মায়ের চেহলাম অনুষ্টিত
নাহিদ সরদার বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাইস আহমেদের মা আলেয়া বেগমের চেহলাম অনুষ্ঠিত । গতো মঙ্গলবার (১৭ মে) বিকাল ৫টার দিকে আসর নামাজ বাদে বানারীপাড়া মডেল সরকারি ইউনিয়ন ইনিস্টিটিউ (পাইলট) হাই স্কুল মসজিদে ও উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) গ্রামের আহমদাবাদ বাইতুন্ নূর জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়! এসময়ে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজান, ও মাওলানা আবু ইসাহাক, দোয়া মিলাদ শেষে তবারক বিতরন করেন, আহমাদাবাদ (বেতাল)সরদার বাড়ি বাইতুন নূর জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি একেএম জাকির হোসেন সরদার, বানারীপাড়া পৌরসভার সাবেক কমিশনার মোঃদেলোয়ার হোসেন সরদার , বানারীপাড়া প্রেস ক্লাবের সহ সম্পাদক নাহিদ সরদার, সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সদস্য কুদ্দুস মোল্লা , নজরুল ইসলাম পুলিশ (অব) নজরুল ইসলাম( হেলথ) ব্যবসাহী সাখাওয়াত হোসেন,ইয়ার হোসেন,নুরু সরদার, নুর ইসলাম সরদার, জামাল সরদার সহ বিভিন্ন পেশাজিবি মুসল্লিরা উল্লেখ্য গতো ১৫ মে অসুস্থ অবস্থায় তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।