সংবাদ শিরোনাম :
দেশেজুড়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ষ্টেশন বন্ধ
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ ৭১৪ বার পঠিত
দেশেজুড়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ষ্টেশন বন্ধ
দেশের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ সোমবার(১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : মঙ্গলবার থেকে এইচএসসির সনদ বিতরণ শুরু
মীর আসলাম বলেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।