ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ




‘বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে চট্টগ্রামের মেয়ে ‘দিগন্তের বার্তা ২৪’ এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ৮২৪ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

‘বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে চট্টগ্রামের মেয়ে দিগন্তের বার্তা ২৪ এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : ‘বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে স্থান পেল চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার পূর্ব গোসাইলডাঙার মেয়ে ও দিগন্তের বার্তা টুয়েন্টি ফোর ডটকম এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী।

গত ১৮ই নভেম্বর রাজধানীতে ট্যাপআউট ফিটনেস সেন্টারে অডিশন রাউন্ডের শুটিং শুরু হয়।

দেশে প্রথমবারের মতো অদম্য সাহসীদের নিয়ে রিয়েলিটি গেম শো ‘বিডি এক্সট্রিম’। তিনজন টিম লিডার- অন্তু করিম, আসিফ নূর, সুমাইয়া চৌধুরী কৃতিকা এবং ত্রয়ী গ্রুমিং একাডেমির কর্ণধার আলী আফজাল নিকোলাসকে নিয়ে বিডি এক্সট্রিমের যাত্রা শুরু হয়।

সারা দেশ থেকে ১৭০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ৩০০ জনকে। এরপর ১৮ তারিখ সেখান থেকে বাছাইকৃত ৬০ জন প্রতিযোগী নিয়ে ট্যাপআউট ফিটনেস সেন্টারে চলে ঢাকার অডিশন রাউন্ডের শুটিং। সেখানে উপস্থিত ছিলেন আবদুন নূর তুষার, আসিফ নূর, সুমাইয়া চৌধুরী কৃতিকা ও নাহিয়ান ইমাম। সঞ্চালনায় ডিজে সনিকা। সার্বিক নির্দেশনায় ত্রয়ী গ্রুমিং একাডেমির কর্ণধার আলী আফজাল নিকোলাস।

তিনি জানান, তিনজন টিম লিডারের তত্ত্বাবধানে অডিশন রাউন্ড হচ্ছে নির্বাচিত ১০ জন মেয়ে ও ১৪ জন ছেলেকে নিয়ে। এরপর কমব্যাট ফাইট নিয়ে পরবর্তী রাউন্ড হবে গাজীপুরে।

নিউজটি শেয়ার করুন:




ফেসবুকে আমরা




x

‘বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে চট্টগ্রামের মেয়ে ‘দিগন্তের বার্তা ২৪’ এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী

প্রকাশিত : ১০:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
বিজ্ঞাপন
print news

‘বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে চট্টগ্রামের মেয়ে দিগন্তের বার্তা ২৪ এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : ‘বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে স্থান পেল চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার পূর্ব গোসাইলডাঙার মেয়ে ও দিগন্তের বার্তা টুয়েন্টি ফোর ডটকম এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী।

গত ১৮ই নভেম্বর রাজধানীতে ট্যাপআউট ফিটনেস সেন্টারে অডিশন রাউন্ডের শুটিং শুরু হয়।

দেশে প্রথমবারের মতো অদম্য সাহসীদের নিয়ে রিয়েলিটি গেম শো ‘বিডি এক্সট্রিম’। তিনজন টিম লিডার- অন্তু করিম, আসিফ নূর, সুমাইয়া চৌধুরী কৃতিকা এবং ত্রয়ী গ্রুমিং একাডেমির কর্ণধার আলী আফজাল নিকোলাসকে নিয়ে বিডি এক্সট্রিমের যাত্রা শুরু হয়।

সারা দেশ থেকে ১৭০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ৩০০ জনকে। এরপর ১৮ তারিখ সেখান থেকে বাছাইকৃত ৬০ জন প্রতিযোগী নিয়ে ট্যাপআউট ফিটনেস সেন্টারে চলে ঢাকার অডিশন রাউন্ডের শুটিং। সেখানে উপস্থিত ছিলেন আবদুন নূর তুষার, আসিফ নূর, সুমাইয়া চৌধুরী কৃতিকা ও নাহিয়ান ইমাম। সঞ্চালনায় ডিজে সনিকা। সার্বিক নির্দেশনায় ত্রয়ী গ্রুমিং একাডেমির কর্ণধার আলী আফজাল নিকোলাস।

তিনি জানান, তিনজন টিম লিডারের তত্ত্বাবধানে অডিশন রাউন্ড হচ্ছে নির্বাচিত ১০ জন মেয়ে ও ১৪ জন ছেলেকে নিয়ে। এরপর কমব্যাট ফাইট নিয়ে পরবর্তী রাউন্ড হবে গাজীপুরে।

নিউজটি শেয়ার করুন: