বিশ্বকাপ আর্চারিতে ফাইনালে বাংলাদেশ
- প্রকাশিত : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১ ৬৫০ বার পঠিত
আর্চারিতে কানাডাকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মে) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র ইভেন্টে চমক দেখিয়েছে রোমান সানা ও দীয়া সিদ্দিকী জুটি।
আর্চারি বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশের এই জুটি। এর আগে চমকের পর চমক উপহার দিয়েছেন রোমান ও দিয়া জুটি।
দিনের শুরুটা করেছিল র্যা ঙ্কিংয়ে এক নম্বরে থাকা জার্মানিকে হারিয়ে। ১৭ নম্বর র্যাইঙ্কিংয়ের বাংলাদেশ ৫-১ সেটে হারিয়েছে জার্মানিকে।
৯ নম্বর র্যালঙ্কিংয়ে অবস্থান করা স্পেনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে বাংলাদেশের জয় ৫-৪ সেটে।
আগামী ২৩ মে(রোববার) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় নেদারল্যান্ডসের সঙ্গে স্বর্ণ পদকের জন্য লড়বেন বাংলাদেশের দুই আরচ্যার। এছাড়া রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য খেলবেন বাংলাদেশের আরচ্যাররা।
আরও পড়ুন: ২ জুন ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে আসছে