ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১১৩৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

আগামী ২০২২ সালে কাতারে বিশ্বকাপের বাছাইপর্ব।তাই দারুণভাবে শুরু করেছে ব্রাজিলের সেলেসাওরা।১ম ম্যাচে বলিভিয়া এবং পরের ম্যাচে তারা হারিয়েছে পেরুকে।ব্রাজিল জয়ের ধারায় থাকলেও পরবর্তী ২ ম্যাচের জন্য দলে বেশ পরিবর্তন এনছেন কোচ তিতে।তবে রদ্রিগোসহ বাদ পড়েছেন ৫ ফুটবলার।

বিজ্ঞাপন

১৩ নভেম্বর সাও পাওলো’তে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।এর ৪দিন পর নেইমারদের প্রতিপক্ষ উরুগুয়ে।

২৩ সদস্যের মধ্যে গোলরক্ষক অ্যালিসন বেকার ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক:অ্যালিসন বেকার, ওয়েভারটন, এডারসন।

ডিফেন্ডার:

অ্যালেক্স তেলেস, গ্যাব্রিয়েল মেনিনো, রেনান লোদি, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, রদ্রিগো কাইয়ো,দানিলো।

মিডফিল্ডার:

ক্যাসেমিরো, ফাবিনহো, ডগলাস লুইস, এভারটন রিবেইরো, ফিলিপে কৌতিনহো, আর্থার মেলো।

ফরোয়ার্ড:

নেইমার জুনিয়র, এভারটন, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিউস জুনিয়র, রবার্তো ফিরমিনো, আর্থার মেলো।

 




ফেসবুকে আমরা




x

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

প্রকাশিত : ১০:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
বিজ্ঞাপন
print news

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

আগামী ২০২২ সালে কাতারে বিশ্বকাপের বাছাইপর্ব।তাই দারুণভাবে শুরু করেছে ব্রাজিলের সেলেসাওরা।১ম ম্যাচে বলিভিয়া এবং পরের ম্যাচে তারা হারিয়েছে পেরুকে।ব্রাজিল জয়ের ধারায় থাকলেও পরবর্তী ২ ম্যাচের জন্য দলে বেশ পরিবর্তন এনছেন কোচ তিতে।তবে রদ্রিগোসহ বাদ পড়েছেন ৫ ফুটবলার।

বিজ্ঞাপন

১৩ নভেম্বর সাও পাওলো’তে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।এর ৪দিন পর নেইমারদের প্রতিপক্ষ উরুগুয়ে।

২৩ সদস্যের মধ্যে গোলরক্ষক অ্যালিসন বেকার ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক:অ্যালিসন বেকার, ওয়েভারটন, এডারসন।

ডিফেন্ডার:

অ্যালেক্স তেলেস, গ্যাব্রিয়েল মেনিনো, রেনান লোদি, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, রদ্রিগো কাইয়ো,দানিলো।

মিডফিল্ডার:

ক্যাসেমিরো, ফাবিনহো, ডগলাস লুইস, এভারটন রিবেইরো, ফিলিপে কৌতিনহো, আর্থার মেলো।

ফরোয়ার্ড:

নেইমার জুনিয়র, এভারটন, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিউস জুনিয়র, রবার্তো ফিরমিনো, আর্থার মেলো।