বিশ্ববাজারে দাম কমেছে জ্বালানি তেলের
- প্রকাশিত : ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ৩১৪ বার পঠিত
বিশ্ববাজারে দাম কমেছে জ্বালানি তেলের
কয়েক দফা বাড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য মতে, বিশ্ববাজারে বেশ কিছুদিন ধরে তেলের দাম ১১০ ডলার থেকে ১১৫ ডলারের মধ্যে উঠানামা করছিল। তারও সপ্তাহখানেক আগে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২৫ ডলারে উঠেছিল। তবে শুক্রবার (১৭ জুন) রাতে তেলের দাম কিছুটা কমেছে।
শুক্রবার রাত ১১টায় (বাংলাদেশ সময় ) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ ডলার ৬৮ সেন্টে নেমে এসেছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমে ১১৩ ডলার ৮৯ সেন্টে বিক্রি হচ্ছে।
সম্প্রতি বিশ্ববাজারে যখন তেলের দাম উঠানামা করছিল তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিদিন শত কোটি টাকা লোকসান দিচ্ছে। এ অবস্থায় তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার।
উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনার মধ্যে টানা বাড়লেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে তা আরও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। গত বছরের অক্টোবরে তেলের দামই ৮০ ডলার ছাড়িয়ে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে গিয়ে ঠেকেছিল।
সূত্র: রয়টার্স