সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৩৭৫ বার পঠিত
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন হয়েছে। কারণ চাহিদায় মন্দার প্রভাব পড়েছে।
আজ সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় দেখা যায়, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৯৪ দশমিক ১৮ ডলারে নেমেছে, যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বনিম্ন। তাছাড়া সাপ্তাহিক ভিত্তিতে ১৩ দশমিক ৭ শতাংশ কমে ২০২০ সালের এপ্রিলের পর সর্বনিম্ন হয়েছে।
এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৮৮ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
গত শুক্রবার (৫ আগস্ট) অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ সেন্ট বেড়ে হয় ৯৪ দশমিক ৯২ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বেড়ে হয় ৮৯ দশমিক ০১ ডলার।