ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড স্থগিত

- প্রকাশিত : ০৭:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৭৪৭ বার পঠিত

ঢাবি ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করা হয়েছে।
৮ জুলাই(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
স্থগিত সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণের উর্ধ্বমুখী বিস্তারের কারনে পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত করা হলো।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রমটি আপতত স্থগিত রেখেছি।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা আপাতত প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি স্থগিত রাখার জন্য বলছি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে পারছি না।
আরও পড়ুন: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ১১ হাজার ৬৫১ জন