বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৯৪ লাখ

- প্রকাশিত : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ৭৫৭ বার পঠিত

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৯৪ লাখ
বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।বিশেষ করে এশিয়ায়।তবে অন্য অঞ্চলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জনে।যদিও এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।সূত্র: ওয়ার্ল্ডওমিটার।
তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।দেশটিতে ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন এখন পর্যন্ত মারা গেছেন।বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও যুক্তরাষ্ট্রে।এখন পর্যন্ত ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন এবং মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৪৬ জন।
আরও পড়ুন: আগামী ১১ এপ্রিলের পর থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ ঘোষণা