বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ আর নেই
- প্রকাশিত : ০১:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ৬৫৬ বার পঠিত
দেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার(২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন কবিতা ঘোষ।
তিনি আরও জানান, নমিতা ঘোষের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
২৭ মার্চ(শনিবার) বেলা ১১ টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গনে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে।
তবে নমিতা ঘোষের শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তার বোন কবিতা ঘোষ।
উল্লেখ্য, গত ১৬ মার্চ স্বাধীন বাংলা বেতার কেনএদ্রর শিল্পী নমিতা ঘোষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
তার বোন জানিয়েছিলেন, ক্যান্সার থেকে সেরে উঠলেও করোনা আক্রান্তের পর তিনি ফুসফুস ও কিডনির গুরুত্বর জটিলতায় ভুগছেন।
আরও পড়ুন: রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
সূত্র: গণমাধ্যম।