ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ




ব্রাজিলের পি১ করোনার ধরন ভয়ানক হচ্ছে

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ৭০৩ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

ব্রাজিলের পি১ করোনার ধরন ভয়ানক হচ্ছে

মহামারি করোনা সংক্রমণের ২য় ঢেউয়ে যখন বিপর্যস্ত সারাবিশ্ব তখন নতুন এক দুঃসংবাদ সামনে এল।সেটি হচ্ছে, বিশ্বব্যাপী নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের পি১ করোনার নতুন ধরন।

বিজ্ঞাপন

ব্রাজিলের পি১ করোনার ধরন এমনভাবে রূপান্তরিত হচ্ছে যে এটি ভালোভাবেই মানবদেহের এন্টিবডি এড়িয়ে সংক্রমিত হতে পারে।

এই ধরনটি দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ার পেছনে এই ধরনটিকে দায়ী করা হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সম্প্রতি ব্রাজিলের পি১ করোনার ধরনটি সারাবিশ্বে শঙ্কার কারণ হিসেবে দেখা দিয়েছে।

ব্রাজিলের জনস্বাস্থ্য ইনষ্টিটিউট ফিয়োক্রুজ দেশটিতে ছড়াতে থাকা এ ধরনটি নিয়ে গবেষণা করেছেন।তাতে দেখা যায়, ভাইরাসটির স্পর্শক অঞ্চলে রূপান্তরিত হচ্ছে।দেহকোষগুলোতে প্রবেশ ও সংক্রমিত করার জন্য এই স্পর্শকগুলোই ব্যবহার করে ভাইরাসটি।

গবেষকরা বলেছেন, মিউটেশনের মাধ্যমে যে পরিবর্তনগুলো হচ্ছে তা ভাইরাসটিকে আরও টিকা প্রতিরোধী করে তুলতে পারে।টিকা ভাইরাসের স্পর্শক প্রোটিনগুলো অকার্যকর করার কাজটিই করে।
আরও পড়ুন: ১৬ এপ্রিল যেসব এলাকায় গ্যাস থাকবে না




ফেসবুকে আমরা




x

ব্রাজিলের পি১ করোনার ধরন ভয়ানক হচ্ছে

প্রকাশিত : ১২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
বিজ্ঞাপন
print news

ব্রাজিলের পি১ করোনার ধরন ভয়ানক হচ্ছে

মহামারি করোনা সংক্রমণের ২য় ঢেউয়ে যখন বিপর্যস্ত সারাবিশ্ব তখন নতুন এক দুঃসংবাদ সামনে এল।সেটি হচ্ছে, বিশ্বব্যাপী নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের পি১ করোনার নতুন ধরন।

বিজ্ঞাপন

ব্রাজিলের পি১ করোনার ধরন এমনভাবে রূপান্তরিত হচ্ছে যে এটি ভালোভাবেই মানবদেহের এন্টিবডি এড়িয়ে সংক্রমিত হতে পারে।

এই ধরনটি দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ার পেছনে এই ধরনটিকে দায়ী করা হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সম্প্রতি ব্রাজিলের পি১ করোনার ধরনটি সারাবিশ্বে শঙ্কার কারণ হিসেবে দেখা দিয়েছে।

ব্রাজিলের জনস্বাস্থ্য ইনষ্টিটিউট ফিয়োক্রুজ দেশটিতে ছড়াতে থাকা এ ধরনটি নিয়ে গবেষণা করেছেন।তাতে দেখা যায়, ভাইরাসটির স্পর্শক অঞ্চলে রূপান্তরিত হচ্ছে।দেহকোষগুলোতে প্রবেশ ও সংক্রমিত করার জন্য এই স্পর্শকগুলোই ব্যবহার করে ভাইরাসটি।

গবেষকরা বলেছেন, মিউটেশনের মাধ্যমে যে পরিবর্তনগুলো হচ্ছে তা ভাইরাসটিকে আরও টিকা প্রতিরোধী করে তুলতে পারে।টিকা ভাইরাসের স্পর্শক প্রোটিনগুলো অকার্যকর করার কাজটিই করে।
আরও পড়ুন: ১৬ এপ্রিল যেসব এলাকায় গ্যাস থাকবে না