ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস ২০২২ তারিখ ঘোষণা
- প্রকাশিত : ০২:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৮০০ বার পঠিত
২০২২ সালের ১৩ মার্চ অনুষ্ঠিত হবে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসের(বাফটা) অ্যাওয়ার্ড অনুষ্ঠান।সেই সাথে আরও জানানো হয়েছে, ইউকে-তে এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার হবে বিবিসি ওয়ানে।
মহামারি করোনা সংক্রমণের কারনে চলতি বছর নির্ধারিত সময়ে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি, তবে আগামী বছরের সময়কাল জানিয়ে দেওয়া হল এই বছরই। আগামী বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তারিখ ঘোষণা হলেও কোন প্রেক্ষাগৃহে হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে গত বেশ কয়েক বছর ধরে রয়্যাল অ্যালবার্ট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালে বাফটার সেরা পরিচালক হিসাবে শিরোপা পেয়েছিলেন নোম্যাডল্যান্ডের পরিচালক। অন্যদিকে, ‘দ্য ফাদার’ ছবির জন্যে সেরা অভিনেতা নির্বাচিত হন কিংবদন্তী অভিনেতা অ্যান্থনি হপকিংস। ২০২২ সালের বাফটা পুরস্কারের সম্পূর্ণ সূচী এবং পুরস্কারের তথ্য আগামীদিনে ঘোষিত হবে বলেই জানিয়েছে ব্রিটিশ অ্যাকাডেমি।
আরও পড়ুন: টোকিং অলিম্পিকে ১০ হাজার দর্শক প্রবেশের অনুমিত
সূত্র: গণমাধ্যম।