সংবাদ শিরোনাম :
ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১০:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১৫২৭ বার পঠিত
ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ।১৪ এপ্রিল(বুধবার)মঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
দেশটির গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিগত ২ দিন ধরে সামান্য জ্বর ছিল শঙ্খ ঘোষের।পরীক্ষা করোনো হলে ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।
কবির পরিবার জানিয়েছে, আপাতত তার জ্বর নেই।খানিকটা দূর্বলতা রয়েছে।তবে সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পরিবারটি আরও জানিয়েছে, কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভূগছেন কবি শঙ্খ ঘোষ।গাসপাতালেও ভর্তি হতে হয়েছিল।তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তার।এর মধ্যেই গত ২ দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়।তবে হাসপাতালে নয়, এখনো বাড়িতেই তার চিকিৎসা চলবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ পাট গবেষণা ইনষ্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১