সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকার ২য় ডোজ নিলেন
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১০:৫৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৬৬১ বার পঠিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকার ২য় ডোজ নিলেন
নরেন্দ্র মোদি করোনা টিকার ২য় ডোজ নিয়েছেন।৮ এপ্রিল(বৃহস্পতিবার)সকালে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনষ্টিটিউট অব মেডিকেল সায়েন্স(এআইআইএমএস)হাসপাতালে গিয়ে তিনি করোনার টিকা নেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকার ২য় ডোজ নেয়ার পর স্যোশাল মিডিয়ায় টুটটারে একটি টুইট করেন।তিনি লিখেন, আজ এআইআইএসএস-এ কোভিড-১৯ টিকার ২য় ডোজ নিলাম।আপদি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে দ্রুত নিন।কো-উইনে রেজিষ্টার করে টিকা নিন।
১ম ডোজ নেয়ার ৩৯ দিনের মাথায় মোদি ২য় ডোজ নিলেন।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত
সূত্র: গণমাধ্যম।