ভারতের রাজধানী দিল্লিতে ৭ দিনের কারফিউ শুরু
![](https://kalerdhara24.com/wp-content/uploads/2022/12/icon.png)
- প্রকাশিত : ০৩:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ৬৩১ বার পঠিত
![ভারতের রাজধানী দিল্লিতে ৭ দিনের কারফিউ শুরু print news](https://kalerdhara24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ভারতের রাজধানী দিল্লিতে ৭ দিনের কারফিউ শুরু
মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে শনিবার(১৭ এপ্রিল) থেকে ভারতের রাজধানী দিল্লিতে ৭ দিনের কারফিউ শুরু হয়েছে।গত কয়েকদিনে দিল্লিজুড়ে প্রবলভাবে বেড়েছে করোনার প্রকোপ।গত ১৬ এপ্রিল(শুক্রবার)দিল্লিতে ২৪ ঘন্টায় ১৪১ করোনা রোগীর মৃত্যু হয়েছে।সেই জায়গা থেকে এই কারফিউ জারি হয়েছে।
১৫ এপ্রিল(বৃহষ্পতিবার)দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্ণর অনিল বাউজালের বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়।সূত্র: আনন্দবাজার
কাউফিউয়ে দিল্লির অডিটোরিয়াম,শপিংমল, জীম এবং স্পা বন্ধ থাকবে।তবে সিনেমা হলগুলোতে ধারণ ক্ষমতার এক তৃতীয়াংশ লোকজনের অংশগ্রহণে অনুমতি দেয়া হয়েছে।
কোনো রেষ্টরেন্টে বসে খাওয়ার অনুমতি দেয়া হয়নি তবে হোম ডেলিভারির মাধ্যমে খাবার দাবার বাড়িতে নেয়ার অনুমতি দেয়া হয়েছে।সাপ্তাহিক বাজারের অনুমতি দেয়া হয়েছে তবে এক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে।
আরও পড়ুন: ১২ মাসে করোনা টিকার ৩য় ডোজও লাগতে পারে-অ্যালবার্ট বোরলা