ভারতের সিরাম টিকার বিষয়টি দ্রুত সমাধান হবে-বিক্রম কুমার দোরাইস্বামী
- প্রকাশিত : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ১১০৮ বার পঠিত
মহামারি করোনার জন্য ভারতের সিরাম ইন্সটিটিউট টিকা সরবরাহের বিষয়টি দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
আজ রোববার(২০ জনু) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
বিক্রম কুমার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে। আমরা করোনা ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে নির্দিষ্ট সময় আমরা এখনো বলতে পারছি না। তবে আশা করি তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে।
এর আগে, ভারতের রাষ্ট্রদূত যুবলীগ কার্যালয় ঘুরে দেখেন। তাকে করোনাকালে যুবলীগের মানবিক কার্যক্রমের দুটি ডকুমেন্টারি দেখানো হয়। এ সময় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই ভারতের আমাদের পাশে ছিলো। ভারত আমাদের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী। দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে করোনার বিষয়ে ও ভারতের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়েছে।
আরও পড়ুন: ২১ জুন নারায়নগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না