ভাষাসৈনিক আবুল হোসেন মারা গেছেন
- প্রকাশিত : ০৬:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ৬৪৩ বার পঠিত
ভাষাসৈনিক আবুল হোসেন মারা গেছেন
বাংলাদেশে ভাষাসৈনিক আবুল হোসেন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩১ মার্চ(বুধবার) বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।আবুল হোসেন ২ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল হোসেনের বড় ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ জানান, দুপুরের পর হঠাৎ করেই তার বাবা আবুল হোসেনের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না।বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত অবস্থায় স্বজনরা ভাষাসৈনিক আবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন।তিনি কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সূত্র: গণমাধ্যম।