সংবাদ শিরোনাম :
ভুয়া ফ্যান পেইজ নিয়ে ব্রিবতকর সাবিলা নূর
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৭:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ৯৯৮ বার পঠিত
বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর তার নামে ভুয়া ফেসবুক ফ্যান পেইজ খুলে তাকে ব্রিবতকর অবস্থায় ফেলা হচ্ছে।এমনকি ফেসবুক পেইজটিতে পোষ্ট দিয়ে বলা হচ্ছে-এই পোষ্ট যাদের চোখে পড়বে কমপক্ষে ১০টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!পোষ্টগুলি শেয়ারও করছেন অনেকে।
এই বিষয়ে সাবিলা নূর বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই লক্ষ্য করছি এই ফেইক ফেসবুক পেইজটির লাইক প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে।এটি নিয়ে আমি খুব চিন্তিত।পেইজ থেকে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে।যার কারণে ব্রিবতকর পরিস্থিতিতে আছি আমি।
এ ব্যাপারে আইনি কোন পদক্ষেপ এখনো নেননি সাবিলা নূর।তিনি বলেন, পেইজটির এডমিন বা ক্রিয়েটরের সাথে যোগাযোগের চেষ্টা করছি।যোগাযোগ করা গেলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।যদি এতে কোন ভালো ফলাফল না আসে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেব।
সূত্র: গণমাধ্যম।