ভূঞাপুরে শুভ উদ্বোধনকৃত ভূমি অফিসে উঠার জন্য চাবি হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত : ১২:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ৬১৩ বার পঠিত
ভূঞাপুরে শুভ উদ্বোধনকৃত ভূমি অফিসে উঠার জন্য চাবি হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সুরুজ্জামান, ভূঞাপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত বহুল আকাংক্ষিত অলোয়া ইউনিয়নে নবনির্মিত ‘‘ইউনিয়ন ভূমি’’ অফিসে ওঠার জন্য চাবি হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। বুধবার সকাল ১১.০০ ঘটিকার সময় চাবি হস্তান্তর ও অলোয়া জামে মসজিদের ইমামের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, অলোয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মনিরুজ্জামান খান বি.এম কলেজের প্রতিষ্ঠা- অধ্যক্ষ মনিরুজ্জামান খান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার (হুমায়ুন মাষ্টার), ঠিকাদার- প্রয়াত ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়ার পক্ষে- আসাদুজ্জামান আমিন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ মাসুদুল হক টুকু, অফিস সহকারি আফাজ উদ্দিন, স্থানীয় ইউ.পি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮শে জুন ২০১৯ইং তারিখে টাঙ্গইল-২, আসনের গোপালপুর-ভূঞাপুরের মাননীয় সংসদ সদস্য জননেতা তানভীর হাসান ছোট মনির মহোদয় নবনির্মিত ভূমি অফিসটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মাটি পরিক্ষাসহ ভূমি অফিস নির্মাণের চূড়ান্ত নকশা প্রণয়ন এবং ধারাবাহিক কাজ আরম্ভ হয়।
এদিকে ইউনিয়ন ভূমি অফিসটি ২০১৭ সাল থেকে কোথায় হবে তা নিয়ে ছিলো এক সংশয়, গুঞ্জন এবং অনুপযুক্ত শিয়ালকোল সংলগ্ন জায়গায় হওয়ার কথার গুঞ্জনে জনসাধারণ, ইউনিয়নবাসী ও স্থানীয়গণের মধ্যে হতাশা ও এক ধরণের ক্ষোভ কাজ করে। ফলে ২০১৭ সালে সমগ্র ইউনিয়নবাসী এক গণস্বাক্ষর আয়োজন করেন এবং গণস্বাক্ষর সংবলিত দরখাস্ত যাতে জনগণের আশা আকাংক্ষার প্রতিফলন ঘটে সেজন্য তৎকালিন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা এবং টাঙ্গইল-২, আসনের গোপালপুর-ভূঞাপুরের মাননীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার আসাদুজ্জামান এর নিকট দাবী পেশ করা হয় এবং তিনি দাবী পূরণের আশ্বাস দিয়ে যান। সুদীর্ঘ ৫ বছর অতিবাহিত হলেও ভূমি অফিসটি পরিষদের পাশাপাশি হওয়ায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ, আনন্দ, উদ্দীপনা কাজ করছে। ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিস হওয়ায় এবং তাদের যে, প্রাণের দাবী ছিলো তা পূরণে ইউনিয়নবাসী খুশি।
ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু জানান, ‘আমি এবং ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রটারী আব্দুল খালেক মিঞা সম্পুর্ণ জায়গাটি লীজ নেই। পরে ইতোপূর্বের উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ স্যার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন স্যার আমাকে এখান হতে মোট জমির ২৯ শতাংশ হতে ১০ শতাংশ জায়গা ভূমি অফিস হওয়ার জন্য ছেড়ে দিতে বলে এবং আমি ছেড়ে দেই। মূলত জায়গা সংকুলানের কারণেই ভূমি অফিসটি কোথায় হবে তা নিয়ে এক ধ্রুমজাল সৃষ্টি হইছিলো। আজ তার অবসান হলো। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিসটি হওয়ার ফলে জনগণের ভোগান্তি, হয়রানি লাগব, আশপাশের ব্যবসা বানিজ্য, এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
এদিকে শুরু থেকে অধ্যক্ষ মনিরু্জ্জামান খান, হুমায়ুন কবির তালুকদার (হুমায়ুন মাষ্টার), শহিদুজ্জামান খান (রায়হান মাষ্টার)ইউনিয়নবাসীর আশা আকাংক্ষা পূরণে ভূমি অফিসটি হওয়ার জন্য মেধা, শ্রম, বিভিন্ন দফতরে যোগাযোগ করেন এছাড়াও ভূমি অফিসটির নানা আপডেট জানাচ্ছিল কালের ধারা ২৪ এবং ইউনিয়নবাসীর আশা আকাংক্ষা পুরণে বিভিন্ন প্রতিবাদমূলক প্রতিবেদন এবংকি গত ২৯শে অক্টোবর ২০২০ ইং ‘অলোয়া ইউনিয়ন ভূমি অফিস উপযুক্ত স্থানে নির্মান’ জনসাধারণের দাবী নামক একাধিক প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করে যা সরকারের দৃষ্টি গোচর হয় এবং ভূমি অফিসটির কার্যক্রম শুরু হয়। এজন্য ইউনিয়নবাসী কালের ধারা ২৪, অধ্যক্ষ মনিরু্জ্জামান খান, হুমায়ুন কবির তালুকদার (হুমায়ুন মাষ্টার), শহিদুজ্জামান খান (রায়হান মাষ্টার) এর প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা স্বীকার ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশসহ টাঙ্গাইলে উন্নয়ন প্রকল্পের কাজ হিসেবে গত ২৯শে মার্চ ২০২৩ তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি অফিসের শূভ উদ্বোধন ঘোষনা করেন।