মতলব উত্তরে গাজী মুক্তার হোসেনের বালু কাটার ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- প্রকাশিত : ১০:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১ ৫৪৪ বার পঠিত
মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তরে মেঘনা নদী হতে গাজী মুক্তার হোসেনের বালু কাটার ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধ ৷
রোব্বার ১ আগস্ট দুপুরে মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের ৭৪ নং সানকিভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জহিরাবাদ এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহোন প্রধান, প্রচার সম্পাদাক হারুন সরদার,সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কবিরাজ,আওয়ামীলীগ নেতা হাসমত প্রধান, আনা খান,রশিদ প্রধান,যুবলীগ নেতা জাফর আহমেদ,থানা ছাত্রলীগের সদস্য শিপন মোল্লিক প্রমুখ ৷
মানববন্ধনে বক্তারা বলেন, গাজী মুক্তার হোসেন মেঘনা নদী হতে বালু কাটার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছেন ৷
মতলব এরিয়ায়ার মধ্যে মেঘনা নদীতে বালু না কাটার জন্য চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ মো.নুরুল আমিন রুহুল হাই কোর্টে রীট করেছেন ৷
রীটের পুর্বে গাজী মুক্তার হোসেন তার দলবল নিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন৷ গাজী মুক্তার হোসেন আবারো মেঘনা নদীতে তার দলবল নিয়ে নদীতে অবৈধভাবে বালু কাটার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন ৷
বক্তারা আরোও বলেন, মতলব এরিয়ার মধ্যে যদি গাজী মুক্তার হোসেন আবারো বালু উত্তোলন করেন তাহলে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হবে । ফলে যেকোনও সময় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং নদের তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়বে ।
বক্তারা মেঘনা দনাগোধা বেরীবাঁধ রক্ষা ও চরাঞ্চলের মানুষের বাড়ী-ঘর রক্ষায় মতলব এরিয়ার মধ্যে যাতে গাজী মুক্তার হোসেন অবৈধভাবে মেঘনা নদী হতে বালু উত্তোলন করতে না পারেন এপ্যারে চাঁদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ৷