মদনে উদয়ন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জরুরি চিকিৎসা ও ঔষধ বিতরণ
- প্রকাশিত : ১০:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ২২২ বার পঠিত
মদনে উদয়ন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জরুরি চিকিৎসা ও ঔষধ বিতরণ
তপু মাঝি, নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন পৌরসভায় গত ১ জুলাই ২০২২ শুক্রবার সকাল ১০ ঘটিকায় থেকে দিনব্যাপী
জাহাঙ্গীরপুর সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমবিবিএস (ডিএইচকে) ডাঃ পারভেজ সোহেল আহমেদ এর চিকিৎসার মাধ্যমে একটি সুনামধন্য সামাজিক সংগঠন উদয়ন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বানভাসি ৬ শত অসহায় মানুষের মাঝে জরুরি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
মানুষের মাঝে জরুরি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের সময় উপস্থিত ছিলেন উদয়ন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন সুমন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ।
উদয়ন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ শহীদুল ইসলাম শফিক জানান, দুর্যোগে বিপদগ্রস্ত ও অসুস্থ মানুষের পাশে আমাদের এই চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করতে পেরে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে। তিনি আরো বলেন দেশের মানুষের যেকোন দুর্যোগে তাদের দারানো নিজেদের নৈতিক কর্তাব্য হিসেবে মনে করি। তাই মানবিক দ্বায়িত্ব থেকে নেত্রকোনা অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর সরকারি টি আমিন পাইলট্য উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আনোয়ারা জেবুন্নাহার মদন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জ্বল তরুণ সমাজ সেবক এস এম সোহাগ ও গণমাধ্যম কর্মী সহ অসংখ্য স্থানীয় জনগণ।