সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে তেলবাহী ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে নিহত -১
মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ) :
- প্রকাশিত : ০৪:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১২৬১ বার পঠিত
ময়মনসিংহে তেলবাহী ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে নিহত -১
মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ) ।। ময়মনসিংহ সদর উপজেলায় তেলবাহী অটোট্রাক (লরি) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নাইম মিয়া (১৯) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত নাইম মিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সবুজ মিয়ার ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরের দিকে সিএনজি নিয়ে ময়মনসিংহ থেকে ফুলপুরের দিকে যাচ্ছিলেন নাইম মিয়া। পথিমধ্যে আলালপুর এলাকায় পৌঁছাতে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি গাড়ীর সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাইম মারা যান। তবে এসময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না।নাইম মিয়ার মৃত্যুতে অসহায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।