সংবাদ শিরোনাম :
মসজিদবাড়ি আলিম মাদরাসার সাবেক সভাপতি নেছারউদ্দিন ফকির আর নেই
নাহিদ সরদার ,বানারীপাড়া প্রতিনিধি
- প্রকাশিত : ০৩:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ২৩৯ বার পঠিত
মসজিদবাড়ি আলিম মাদরাসার সাবেক সভাপতি নেছারউদ্দিন ফকির আর নেই
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসার সাবেক সভাপতি, চাউলাকাঠি এ রব (জাং) মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ নেছার উদ্দিন ফকির (৯০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন তিনি বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় মসজিদবাড়ি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ মাদরাসা সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।