মাঠে ফিরলেন তামিম ইকবাল
- প্রকাশিত : ০২:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ৬১৭ বার পঠিত
মাঠে ফিরলেন তামিম ইকবাল
ইনজুড়িতে মাঠের বাইরে ছিলে বাংলাদেশ দলের ওয়ান্ডে অধিনায়ক তামিম ইকবাল।হাঁটুর চোটে পড়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে ছিলেন তামিম ইকবাল। সম্পূর্ণ সুস্থ হতে তামিমের ৮-১০ সপ্তাহ বিশ্রাম দরকার ছিল। অবশেষে মাঠে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেট বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
ওয়ান্ডে অধিনায়ক বিশ্রামের কারণে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিরিজ খেলেননি। বিশ্রামে থাকতে থাকতেই নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না রাখার কথা বলে দেন নির্বাচকদের। খসড়া দলের তালিকায় থাকলেও ফেসবুকের ওই ভিডিও বার্তার পর তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।
টি-২০ বিশ্বকাপে না খেললেও নেপালে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা তামিমের। বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন তিনি। ২৩ সেপ্টেম্বর তামিম নেপাল যাবেন বলে জানা গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।