মাদক যদি নির্মূল করতে না পারি আমাদের সমস্ত উন্নয়ন বেস্তে যাবে : উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান

- প্রকাশিত : ০৫:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ৩৩৭ বার পঠিত

মাদক যদি নির্মূল করতে না পারি আমাদের সমস্ত উন্নয়ন বেস্তে যাবে : উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান
মোঃ তপু মাঝি, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত। ঝালকাঠি উপজেলা পরিষধ সম্মেলন কক্ষে বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদরের চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আরিফুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা ময়ূরী, মোঃ মইন তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যান, ইসরাত জাহান সোনালী উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা),
নবগ্রাম ইউপি চেয়ারম্যান আকন্দ মজিবুল হক।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন আপনাদের এলাকায় জনগণকে সচেতন করতে মাদকের কুফল সম্বন্ধে জনগণকে সচেতন করবেন। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবেন। আপনারা যদি আপনাদের এলাকার মাদক নির্মূল না করতে পারেন তাহলে আমাদের সকল উন্নয়ন বেস্তে যাবে। তিনি আরো বলেন এলাকায় যারা মাদক সেবনকারী বা ব্যবসায়ী তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে।
যদি মাদক নির্মূল করতে না পারেন একটা সময় আসবে বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় চলতে পারবেন না মাদক সেবীরা ছিনিয়ে নিয়ে যাবে।
পুলিশ বা রাজনৈতিক নেতাদের পক্ষে একক ভাবে মাদক নির্মূল করা সম্ভব না। সকলে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূল করতে হবে।