মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ এ ভুষিত হয়েছেন মিলন
- প্রকাশিত : ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ২৮৪ বার পঠিত
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ এ ভুষিত হয়েছেন মিলন
নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধিঃ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড (২০২২) এ ভূষিত হয়েছেন আনিছুর রহমান মিলন। তিনি সাংগঠনিক দক্ষতা এবং সমাজ সেবায় সীকৃতি সরূপ এই এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত গত ২৮ মে বিকাল ৩ টায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত মহীয়সী নারী মাদার তেরেসা কর্মজীবন শীর্ষক আলোচনায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড (২০২২) প্রদান অনুষ্ঠানে তিনি এই এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী সাদেক সিদ্দিকী,সাবেক সচিব ড.মোহাম্মদ জাকরিয়া,অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এ্যাডিশন্যাল এসপি কবি নুরুল ইসলাম বিপিএম ও ডেপুটি ডিরেক্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উল্লেখ্য বানারীপাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের সভাপতি, বানারীপাড়া প্রেসক্লাবের সহসভাপতি এবং বরিশাল জেলা “আমরা মাদকের বিরোধী শক্তি ” সংগঠনের সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন এর পূর্বে ও তিনি অনেক এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।