মানবতার ডাকে অসহায় মানুষের পাশে কামরুন্নেছা আশরাফ দীনা
- প্রকাশিত : ০৮:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৭৫৭ বার পঠিত
বারহাট্টা প্রতিনিধি, শফিক দিদার: হুইলচেয়ার না থাকায় দীর্ঘদিন যাবত কষ্ট করেছে দুই প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের পরিচয় ঃ
নামঃ কুলসুম আক্তার, পিতাঃকাঞ্চান মিয়া, গ্রামঃরৌহা, ইউনিয়নঃ আসমা, উপজেলাঃ বারহাট্টা, জেলাঃ নেত্রকোনা। ও অপর জন হলেন মোঃ আদিল মিয়া ,পিতাঃ মতিউর রহমান, গ্রামঃ রৌহা, ইউনিয়নঃ আসমা, উপজেলাঃ বারহাট্টা, জেলাঃ নেত্রকোনা,
এই ভুক্তভোগীদের অসহায় অবস্থার খবর শুনে মানবতার ডাকে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছুটে আসেন বিশিষ্ট সমাজসেবিকা, নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতিঃ কামরুন্নেছা আশরাফ দীনা। এবং উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ,মাইনুল হক কাশেম ও আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতিঃ জনাব আজিজুর রহমান। এই দুই অসহায় ভুক্তভোগীদের মাঝে চলার জন্য হুইলচেয়ার, খাদ্য সামগ্রী ও ঈদের উপহার হিসেবে নতুন জামা এবং আর্থিক অনুদান প্রদান করেন।
প্রতিবন্ধীদের স্বজনরা এই আর্থিক সহায়তা পেয়ে খুব খুশি হয়েছে ।
আরও পড়ুন: দেশে ফেরার পর সাকিবের ১ম করোনা পরীক্ষার ফল নেগেটিভ