মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম
- প্রকাশিত : ০১:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১০৬৮ বার পঠিত
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম
বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে মানব উন্নয়ন সুচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।গত বছরের তুলনায় সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) প্রতিবেদন-২০২০ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
২১ ডিসেম্বর সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
সূচকে ২ ধাপ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, তবে আরও উন্নতি করতে চাই আমরা।গত বছর ১ ধাপ এগিয়ে বাংলাদেশ ছিলো ১৩৫তম স্থানে।এবারের প্রতিবেদন অনুযায়ী ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম।বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান।পাকিস্তান ১৫৪তম, নেপাল ১৪২তম এবং আফগানিস্তান ১৬৯তম অবস্থানে রয়েছে।
বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিকপ্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে প্রতিবছর মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি।
২০২০ সালের মানব উন্নয়ন সূচকে আগের বছরের ন্যায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে নরওয়ে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে-ম্যাট হ্যানকক
সূত্র: গণমাধ্যম।