ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




মার্সেল পন্যের বিদ্যুৎ সাশ্রয়ে ও প্রসারের লক্ষ্যে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশিত : ০৯:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ২৮৫ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মার্সেল পন্যের বিদ্যুৎ সাশ্রয়ে ও প্রসারের লক্ষ্যে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ঈশাখান গেইট হতে শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে আনন্দ র‍্যালীর আয়োজন করে সোমবার ২৬সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায়।

বিজ্ঞাপন

ঈশাখান গেইট হতে র‍্যালীটি সিইপিজেড হয়ে পূনরায় ঈশাখান গেইট শো রুম প্রাংগনে এসে আনন্দ র‍্যালী শেষ হয়।

মার্সেল আনন্দ র‍্যালীর ব্যাপারে ডিজিটাল ইলেকট্রনিক ডিস্টিভিটার মার্সেল

এক্সক্লু শো-রুম এর মালিক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা সবাই মিলে বিদ্যুৎ সাশ্রয় করে সম্পদের অপচয় রোধ করি এই প্রতিপক্ষকে সামনে রেখে আমাদের এই আনন্দ র‍্যালীর আয়োজন করা।

তিনি আরো বলেন,বর্তমানে বিশ্বের ১নম্বর ব্রান্ডের মধ্যে মার্সেল এর প্রোডাক্ট গুলো মানসম্মত,মার্সেলের প্রতিটি পন্যে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ খরচ কমানোর জন্য আপনারা মার্সেল ফ্রিজ ওয়াশিন মেশিন সহ সকল পন্য ব্যবহার করুন,মার্সেলের পন্য ব্যবহারে বিদ্যুৎতের অনেক সাশ্রয় সুবিধা সহ পন্য

সহজ কিস্তিতে ও পাচ্ছেন,মার্সেলের প্রতিটি পন্য মানে গুনে অনন্যো তাই আপনারা মার্সেলের পন্য ব্যবহার করুন।

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

মার্সেল পন্যের বিদ্যুৎ সাশ্রয়ে ও প্রসারের লক্ষ্যে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
বিজ্ঞাপন
print news

মার্সেল পন্যের বিদ্যুৎ সাশ্রয়ে ও প্রসারের লক্ষ্যে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ঈশাখান গেইট হতে শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে আনন্দ র‍্যালীর আয়োজন করে সোমবার ২৬সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায়।

বিজ্ঞাপন

ঈশাখান গেইট হতে র‍্যালীটি সিইপিজেড হয়ে পূনরায় ঈশাখান গেইট শো রুম প্রাংগনে এসে আনন্দ র‍্যালী শেষ হয়।

মার্সেল আনন্দ র‍্যালীর ব্যাপারে ডিজিটাল ইলেকট্রনিক ডিস্টিভিটার মার্সেল

এক্সক্লু শো-রুম এর মালিক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা সবাই মিলে বিদ্যুৎ সাশ্রয় করে সম্পদের অপচয় রোধ করি এই প্রতিপক্ষকে সামনে রেখে আমাদের এই আনন্দ র‍্যালীর আয়োজন করা।

তিনি আরো বলেন,বর্তমানে বিশ্বের ১নম্বর ব্রান্ডের মধ্যে মার্সেল এর প্রোডাক্ট গুলো মানসম্মত,মার্সেলের প্রতিটি পন্যে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ খরচ কমানোর জন্য আপনারা মার্সেল ফ্রিজ ওয়াশিন মেশিন সহ সকল পন্য ব্যবহার করুন,মার্সেলের পন্য ব্যবহারে বিদ্যুৎতের অনেক সাশ্রয় সুবিধা সহ পন্য

সহজ কিস্তিতে ও পাচ্ছেন,মার্সেলের প্রতিটি পন্য মানে গুনে অনন্যো তাই আপনারা মার্সেলের পন্য ব্যবহার করুন।