সংবাদ শিরোনাম :
মির্জা আজমের করোনা নেগেটিভ
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৮১৪ বার পঠিত
বাংলাদেম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির করোনা নেগেটিভ এসেছে।১৭ মার্চ (বুধবার) তার ২য় নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ এসেছে।
পহেলা এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি ১৬ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনার নমুনা পরীক্ষা দেন।সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রির্পোটে তার করোনা পেজিটিভ আসে।
করোনা পজিটিভ হলেও তার কোন শারীরিক জটিলতা ছিলনা।পরে রাতেই পুনরায় তিনি ২য় বার নমুনা পরীক্ষা করতে দেন।২য় পরীক্ষার রির্পোট বুধবার সকালে করোনা নেগেটিভ আসে।বর্তমানে তিনি শারীরিবভাবে সুস্থ আছেন এবং তিনি করোনামুক্ত।
আরও পড়ুন: বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রহুল কবির রিজভী’র করোনা পজিটিভ
সূত্র: বাংলাদেশ প্রতিদিন