মোটরসাইকেলের নিবন্ধন ফি ১০ শতাংশ কমতে যাচ্ছে
- প্রকাশিত : ০৮:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ ৮৩৪ বার পঠিত
বাংলাদেশে মোটরসাইকেল নিবন্ধন ফি বর্তমানে যা আছে তা থেকে ১০ শতাংশ কম হতে পারে।১০ শতাংশ ফি কমানোর জন্য সম্প্রতি প্রস্তাবনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপক্ষোয় রয়েছে বলে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন।
তিনি জানান, নিবন্ধন ফি মোটরসাইকেলের বর্তমান বাজারমূল্যের ১০ শতাংশের নিচে নামিয়ে আনা যায় কিনা সে বিষয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিআরটিএ প্রস্তাব পাঠিয়েছে।প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।অনুমোদন পাস হলেই তা কার্যকর হবে বলে জানান তিনি।
বর্তমানে ১০০ সিসির মোটরসাইকেলের মূল নিবন্ধন ফি ৪২০০ টাকা।এর সাথে সড়ক করসহ অন্যান্য খরচ মিলিয়ে ২ বছর মেয়াদের জন্য ১০ হাজার ৫৮৯ টাকা দিতে হয়।আর ১০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইকের জন্য মূল নিবন্ধন ফি ৫৬০০ টাকা।অন্যান্য খরচ ১৩ হাজার ৫৯০ টাকা।
নতুন প্রস্তাব অনুযায়ী, ১০০ সিসির নিচে বাইকের মূল নিবন্ধন ফি ৪২০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা এবং ১০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইকের মূল নিবন্ধন ফি ৫৬০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাবা করা হবে।
পরিদর্শন ফি, সড়ক কর এবং নম্বর প্লেট, ডিআরসি, সম্পূরক কর কমিয়ে ১০০ সিসি পর্যন্ত বাইকের ৭ হাজার ৫২৯ টাকা এবং ১০০ সিসির বেশি ক্ষমতার বাইকের জন্য ৯ হাজার ৮৫২ টাকা করার প্রস্তাব করেছে বিআরটিএ।
সে হিসাবে ১০০ সিসির বাইকের নিবন্ধন ফি ২৮.৯০ শতাংশ এবং ১০০ সিসির ওপরে বাইকের জন্য নিবন্ধন ফি ২৭.৫১ শতাংশ কমছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল