ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




মোহনগঞ্জের প্রকাশ্য মাদকব্যবসায়ী মোস্তাক-কে আইনের আওতায় আনা হউক

মোহনগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৪৮৪ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মোহনগঞ্জ প্রতিনিধি :বড়কাশিয়া গ্রামের এক কলংক,ভয়ংকর মাদক ব্যবসায়ী মোস্তাক।নিজের স্বার্থ হাসিলের জন্য সে হাজার যুবকের জীবন হুমকির মুখে ফেলছে। গ্রামের মুরুব্বি রাও এর মাদক ব্যবসার বিষয়ে জানেন, আমার মনে হয়।কেউ কিছু না বলাতে পুলিশের চোখে ধুলা দিয়ে মাদক বিক্রির অভয়ারণ্য বানাইছে বড়কাশিয়াটাকে।দোকানে বসে আরামছে ইয়াবা, গাঁজা বিক্রি করে যাচ্ছে।২টাকার চা স্টল দিয়া ২মাসে ১লাখ টাকার বিল রাখছে,আরো অনেক কিছু,খোজ নিলেই জানতে পারবেন।আমার এর বিষয়ে বলার কারণ হলো, আমারো ছোট ভাই আছে তাদের বন্ধু আছে তাদের কথা চিন্তা করে মোস্তাক রে মাদক বিক্রি করতে না করছিলাম গত কয়দিন আগে,তখন আমার সাথে সে রাগারাগি, ধরাধরি পর্যায়ে চলে যায়,নিজের সম্মানের কথা ভেবে চুপ করে চলে আসি।

বিজ্ঞাপন

ওসি মোহনগঞ্জ থানা এই আইডির মাধ্যমে আমি তার বিষয়ে অভিযোগ করি,বাকিটা প্রশাসনের কাজ। সে ত একজন ধূর্ত মাদক ব্যবসায়ী,এর আগেই নাকি ৪-৫টা মাদকের মামলা আছে তার বিরুদ্ধে। আমার গ্রামবাসীসহ, মোহনগন্জের সর্বস্তরের মানুষের কাছে আবদার এমন ভয়ংকর মাদক ব্যবসায়ীর হাত থেকে যুব সমাজ, আমার আপনার পরিবারের সন্তান দের কে বাছান। মোস্তাকরে ধরিয়ে দিয়ে, এমন শাস্তির ব্যবস্তা করেন যাতে আর কেউ তার মত এই ব্যবসা করার আগে ১০বার চিন্তা করে। আমার কথায় সন্দেহ থাকলে বড়কাশিয়া ১০টা মানুষের, যুবকের কাছ থেকে জেনে নিবেন ভয়ংকর মাদক ব্যবসায়ী মোস্তাকের বিষয়ে।

 

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

মোহনগঞ্জের প্রকাশ্য মাদকব্যবসায়ী মোস্তাক-কে আইনের আওতায় আনা হউক

প্রকাশিত : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
বিজ্ঞাপন
print news

মোহনগঞ্জ প্রতিনিধি :বড়কাশিয়া গ্রামের এক কলংক,ভয়ংকর মাদক ব্যবসায়ী মোস্তাক।নিজের স্বার্থ হাসিলের জন্য সে হাজার যুবকের জীবন হুমকির মুখে ফেলছে। গ্রামের মুরুব্বি রাও এর মাদক ব্যবসার বিষয়ে জানেন, আমার মনে হয়।কেউ কিছু না বলাতে পুলিশের চোখে ধুলা দিয়ে মাদক বিক্রির অভয়ারণ্য বানাইছে বড়কাশিয়াটাকে।দোকানে বসে আরামছে ইয়াবা, গাঁজা বিক্রি করে যাচ্ছে।২টাকার চা স্টল দিয়া ২মাসে ১লাখ টাকার বিল রাখছে,আরো অনেক কিছু,খোজ নিলেই জানতে পারবেন।আমার এর বিষয়ে বলার কারণ হলো, আমারো ছোট ভাই আছে তাদের বন্ধু আছে তাদের কথা চিন্তা করে মোস্তাক রে মাদক বিক্রি করতে না করছিলাম গত কয়দিন আগে,তখন আমার সাথে সে রাগারাগি, ধরাধরি পর্যায়ে চলে যায়,নিজের সম্মানের কথা ভেবে চুপ করে চলে আসি।

বিজ্ঞাপন

ওসি মোহনগঞ্জ থানা এই আইডির মাধ্যমে আমি তার বিষয়ে অভিযোগ করি,বাকিটা প্রশাসনের কাজ। সে ত একজন ধূর্ত মাদক ব্যবসায়ী,এর আগেই নাকি ৪-৫টা মাদকের মামলা আছে তার বিরুদ্ধে। আমার গ্রামবাসীসহ, মোহনগন্জের সর্বস্তরের মানুষের কাছে আবদার এমন ভয়ংকর মাদক ব্যবসায়ীর হাত থেকে যুব সমাজ, আমার আপনার পরিবারের সন্তান দের কে বাছান। মোস্তাকরে ধরিয়ে দিয়ে, এমন শাস্তির ব্যবস্তা করেন যাতে আর কেউ তার মত এই ব্যবসা করার আগে ১০বার চিন্তা করে। আমার কথায় সন্দেহ থাকলে বড়কাশিয়া ১০টা মানুষের, যুবকের কাছ থেকে জেনে নিবেন ভয়ংকর মাদক ব্যবসায়ী মোস্তাকের বিষয়ে।