মোহনগঞ্জে আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা-নিবেদন
- প্রকাশিত : ১২:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৯৫৭ বার পঠিত
মোঃ আমানউল্লাহ আমান, নেত্রকোনা প্রতিনিধি : আজ একুশে ফেব্রুয়ারি। মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার। “একুশ মানে মাথা নত না করা” রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। একুশের প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণে, শহীদ মিনারে
ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন__
মোহনগঞ্জ পৌর পিতা বারবার নির্বাচিত মেয়র ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বারবার পরিক্ষিত সভাপতি এ্যাডভোকেট লতিফুর রহমান রতন সাহেব, শ্রদ্ধা নিবেদন করেন মোহনগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দীলিপ দও, শ্রদ্ধা নিবেদন করেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪নং ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবু বক্কর সিদ্দিকী পাবলু, শ্রদ্ধা নিবেদন করেন ৫ নং চেয়ারম্যান জনাব সোহেল। শ্রদ্ধা নিবেদন করে সাংস্কৃতিক জোট এর সভাপতি এরশাদ উদ্দিন বাচ্চু এবং সহযোগি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।