ময়মনসিংহের ত্রিশালে ৫ মামলায় ৩৫০০ টাকা অর্থদণ্ড প্রদান

- প্রকাশিত : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৬৭২ বার পঠিত

মো: এনামুল হক, ময়মনসিংহ প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম (তুষার), ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
করোনা সংক্রমণ রোধে এসময় মাস্ক পরিধান না করায় ০৩ জনকে এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ২ জন দোকানদারকে মোট ৫ টি মামলায় ৩৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আসন্ন ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে।সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হল।
এই উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ফিফা পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে