যানবাহন অধিদপ্তরের ৪৬৬ জন গাড়ি চালক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত
- প্রকাশিত : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১ ৭৯৪ বার পঠিত
যানবাহন অধিদপ্তরের ৪৬৬ জন গাড়ি চালক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত
বাংলাদেশের সরকারি যানবাহন অধিদপ্তরের দেওয়া ৪৬৬ জন গাড়ি চালক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।সেই সাথে সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার ও পরিচালকের (নৌ) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ইউএনও এর কার্যালয়ে মাষ্টাররোলে কর্মরত ২৮ চালকের করা এক আবেদনে এ আদেশ দেন আদালত।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।
আবদুস সাত্তার পালোয়ান জানান, দেশের বিভিন্ন ইউএনও কার্যালয়ে মাষ্টাররোলে নিয়োগ পাওয়া চালকদের চাকরি না দিয়ে পরিবহন পুল চালক নিয়োগে ২০১৭ সালের আগষ্ট ও সেপ্টেম্বরে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।
বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাষ্টাররোলে কর্মরত ২৮ চালক হাইকোর্টে রিট করেন।ওই রিটে জারি রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ২টি বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে ২০১৮ সালের ৩ অক্টোবর রায় দেন হাইকোর্ট।রায়ে ওই ২৮ চালককে ৩০ দিনের মধ্যে স্থায়ী নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়।
আবদুস সাত্তার পালোয়ান আরও জানান, ২ বছর অতিবাহিত হলেও কোনো প্রকার আপিল কিংবা রায় বাস্তবায়ন না করে ফের চলতি বছরের ৭ জানুয়ারি ৪৬৬ জন চালক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় সরকারি যানবাহন অধিদপ্তর।তখন ২৮ জন চালক হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।ওই আবেদনের শুনানি নিয়ে ৭ জানুয়ারির বিজ্ঞপ্তি ৪৬৬ জন চালক নিয়োগের অংশ স্থগিত করা হয়।