যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগাম ভোট ৯ কোটি ছাড়াল
- প্রকাশিত : ০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১২২২ বার পঠিত
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে নির্বাচন।এরমধ্যে দেশটির নির্বাচনে আগ্রীম ভোট পড়েছে ৯ কোটির বেশি।যুক্তরাষ্ট্রে জনসংখ্যা প্রায় ১৬ কোটি।অগ্রীম ভোটে এবার ১০০ বছরের রেকর্ড ভেঙেছে।সূত্র: রয়টার্স
রেকর্ড ভাঙা আগাম ভোটে নির্বাচন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহের বিষয়টিই স্পষ্ট হচ্ছে।এবার যা আগাম ভোট পড়েছে তা ২০১৬ সালের মোট ভোটের ৬৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের এবারের এই নির্বাচনে রিপাবলিকানদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো-বাইডেন।
আগাম ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও জো-বাইডেন।বেশি ভোট দিচ্ছেন ডেমোক্র্যাট সমর্থকরা।
করোনা মোকাবিলায় তার প্রশাসনের ব্যর্থতার জন্য সমালোচিত ট্রাম্প জাতীয় জরিপে ডেমোক্র্যাট জো-বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন।করোনায় সব থেকে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র।এখন পর্যন্ত ৯০ লাখের বেশি আমেরিকান ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।যার মধ্যে মারা গেছে ২ লাখ ২৯ হাজার।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ডেমোক্র্যাটদের অগ্রীম ভোট বেশি পড়ায় ৩ নভেম্বর নির্বাচনের দিন বেশি ভোট পড়বে রিপাবলিকানদের।