ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ




যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে ওয়াশিংটনকে চিঠি

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৯:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ৮৫২ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মহামারি  করোনার  বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সকল উৎস থেকে টিকা আনতে চেষ্টা করছে সরকার। এ লক্ষে যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে ইতোমধ্যে ওয়াশিংটনকে চিঠি পাঠিয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রোজেনেকার টিকা রয়েছে। এই টিকা অনুদান হিসেবে আনার জন্য ওয়াশিংটনকে চিঠি দিয়েছে ঢাকা। তবে অনুদান হিসেবে না পাওয়া গেলে সরকার সেখান থেকে কিনে আনতেও সম্মতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অ্যাস্ট্রেজেনেকার টিকা আনতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাও বিখ্যাত। তবে ফাইজারের টিকা রক্ষাণাবেক্ষণে মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। সে কারণে সরকার এই টিকা আনতে এখনই আগ্রহী নয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি ঢাকা এলে টিকার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল। জন কেরি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে জুন মাসের পর বাংলাদেশ চাইলে টিকা পেতে পারে।

যুক্তরাষ্ট্রের ফাইজার টিকা বেসরকারি কোনো প্রতিষ্ঠান চাইলে আনতে পারবে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানকে এই টিকা আনতে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: গণমাধ্যম।

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে ওয়াশিংটনকে চিঠি

প্রকাশিত : ০৯:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
বিজ্ঞাপন
print news

মহামারি  করোনার  বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সকল উৎস থেকে টিকা আনতে চেষ্টা করছে সরকার। এ লক্ষে যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে ইতোমধ্যে ওয়াশিংটনকে চিঠি পাঠিয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রোজেনেকার টিকা রয়েছে। এই টিকা অনুদান হিসেবে আনার জন্য ওয়াশিংটনকে চিঠি দিয়েছে ঢাকা। তবে অনুদান হিসেবে না পাওয়া গেলে সরকার সেখান থেকে কিনে আনতেও সম্মতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অ্যাস্ট্রেজেনেকার টিকা আনতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাও বিখ্যাত। তবে ফাইজারের টিকা রক্ষাণাবেক্ষণে মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। সে কারণে সরকার এই টিকা আনতে এখনই আগ্রহী নয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি ঢাকা এলে টিকার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল। জন কেরি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে জুন মাসের পর বাংলাদেশ চাইলে টিকা পেতে পারে।

যুক্তরাষ্ট্রের ফাইজার টিকা বেসরকারি কোনো প্রতিষ্ঠান চাইলে আনতে পারবে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানকে এই টিকা আনতে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: গণমাধ্যম।