রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘ষ্পুটনিক ৫’ উৎপাদন হবে চীন ও ভারতে
- প্রকাশিত : ১০:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ৭৮২ বার পঠিত
‘ষ্পুটনিক ৫’ রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন।এই ভ্যাকসিনটি উৎপাদন করা হবে চীন ও ভারতে।১৭ নভেম্বর (মঙ্গলবার) ব্রিকস জোটের ভার্চুয়াল সম্মেলনে এই তথ্য্ জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
উক্ত সম্মেলনে পুতিন ছাড়াও যোগ দিয়েছেন, চীন প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে পুতিন বলেন, ‘রাশিয়ার ডিরেক্ট ইনভেষ্টমেন্ট ফান্ড ব্রাজিল ও ভারতীয় অংশীদারদের সঙ্গে ষ্পুটনিক ৫’ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য চুক্তিতে পৌঁছেছে।এটি চীন ও ভারতের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কেবল ২ দেশের প্রয়োজন অনুযায়ী নয়, বরং ৩য় বিশ্বের দেশগুলোর জন্যও ভ্যাকসিন উৎপাদনের চুক্তিতে পৌঁছেছে।’
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভাত, চীন ও দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন গবেষণা কেন্দ্র বিস্তারের প্রস্তাব দিয়েছেন পুতিন।হিন্দুস্তান টাইমস বলছে, রাশিয়া দাবি করছে, তাদের এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর।যেখানে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর।
সূত্র: ইকোনমিক টাইমস।