লালমনিরহাটে এক যুবকের যখমকৃত লাশ তার নিজ বাড়িতে
- প্রকাশিত : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ৭৭৪ বার পঠিত
লালমনিরহাটে এক যুবকের যখমকৃত লাশ তার নিজ বাড়িতে
মামুনুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সোনাতলা এলাকায় মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃফিরোজ হোসেন (মংগা)(২৯)এর জখম কৃত মৃত দেহ তার নিজ বাড়িতে পাওয়া যায়। ঘটনাটি ৩০/০৯/২০২১ সকাল ১১টায় এই সংবাদ পাওয়ার পর আমাদের ‘কালের ধারা ২৪’ টিম ঘটনাস্তলে পৌছায়, পুলিশ আসার আগে।সেখানে দেখা যায় মৃত ব্যাক্তির নিজ ঘরের মেঝেতে তার জখমকৃত মৃত দেহ পড়ে আছে, তাহার গলায় চাপ দিয়ে ধরার চিহ্ন,মুখে আঘাতের চিহ্ন ও মুখমণ্ডল রক্তাক্ত। নাক দিয়ে প্রচুর রক্তখরন হচ্ছে,। তবে লাশটা টাটকা নয় তাকে বিগত রাতেই মেরে ফেলা হয় সবার ধারনা।
স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে ওরা বলে যে,ছেলেটা খুব সাদাসিদে, হাফ মেন্টাল টাইপের,বলে ওর বাবা মা হটাত মারা গিয়েছে। ওর বারিতে কেউ থাকে না,ওর স্ত্রি না কি প্রেগন্যান্ট তাই তার স্ত্রী বাবার বারিতে চলে গিয়েছেন।পরবর্তীতে খবর পাওয়ার পর তাহার স্ত্রী বাবার বারি থেকে আমরা থাকা অবস্থায় চলে আসেন তাহার আহাজারিতে আমাদের সবার মন বিষন্ন হয়ে পরে।ততক্ষনে ঘটনা স্থলে লালমনিরহাট সদর থানা পুলিশ উপস্থিত হন।সেখানে তদন্ত ওসি সহ, আরও পুলিশের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা এস এম আশরাফুল হক মিঠু সাহেব সহ বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তদন্ত ওসি লাশ পর্যবেক্ষন করে উনি বলেন যে এনাকে মার্ডার করানো হয়েছে, লাশ পোস্টমডার্ম করলে আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবো ।পরবর্তীতে লাশ পোষ্টমডামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।