ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




লালমনিরহাটে ভারী বৃষ্টিবর্ষনে শত শত মানুষের যাতায়াত ব্যাবস্থা হুমকির মুখে

মামুনুর রশিদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশিত : ০৯:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ৩৩৭ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মামুনুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি : এই রাস্তা দিয়ে বড়বাড়ী ইউনিয়নের ৪টি ওয়ার্ড এবং কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে।

বিজ্ঞাপন

রাস্তাটা ডাকবাংলো বাজার থেকে জয়হরি,সোনাতলা, বলিরাম,বিদ্যাবাগীশ, কাশেম বাজার,ও শান্তির বাজার বুদারু বড়বাশুড়িয়া কলাখাওয়া যাওয়ার রাস্তা,

এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত  ঐ অঞ্চলের প্রান কেন্দ্র বড়বাড়ীর ও তাহদের নিজ জেলা লালমনিরহাটের উদ্দেশ্যে   শত শত মানুষ যাতায়াত করে।

গত বছর বর্ষাকালে  ভারি বৃষ্টিবর্ষনের কারনে রাস্তাটি ক্রমেই ভেঙ্গে গিয়েছিলো

স্থানিয়রা জানান রাস্তাটা ভেঙ্গে যাওয়ার আগেই আমরা পরিচর্যা করেছিলাম ।এবারের পরিস্থিতি খুবেই ভয়াবহ রুপ নিয়েছে।বিষয়টি স্থানীয় সমাজ সেবকদের দৃষ্টি আকর্ষণ করছিলাম বিভিন্ন ভাবে ।কিন্তু কোনো ধরনের সারা পাইনি আমরা, এমনকি ইউপি নির্বাচনে  প্রার্থিরা একেকজন একেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচন শেষে কোনো রকম  কাজ করার আগ্রহ দেখান নাই।

সম্প্রতি ভারী বৃষ্টিপাতে রাস্তাটা একদম চলাচলের অনুপযোগী হয়েছে।স্থানীয়রা আরও জানান বিষয়টি লালমনিরহাটের এ ডি সি সাহেব ও অবগত, তিনি ঘটনা  স্থানে পর্যবেক্ষনেও এসেছিলেন।এমন কি এলাকার ইউপি চেয়ারম্যান সাহেবকে ৩দিনের মধ্যে কার্যক্রম শুরু ও করতে বলেছিলেন। তাতেও কোনো কাজ হয় নি।তাহারা অনেকটা দুঃখের  সহিত এই কথাগুলো অবগত করেন।

স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, মেহেদী হাসান মেরাজ,ও জাহিদ হাসান জাকারিয়া তারা জানায়

জনপ্রতিনিধিরা নিরব -রাস্তার এই বেহাল চিত্র অনেক আগে থেকেই দৃশ্যমান কিন্তু অনেকেই আশ্বাস দিলেও কাজ হয়নি বিন্দুমাত্র,,,, এবার দেখা যাক জনপ্রতিনিধিরা এগিয়ে না আসলে খুব শিগগিরই  বড়বাড়ি ইউনিয়ন ছাত্রলীগ বিষয়টি নিয়ে  সমস্যা সমাধানে    লক্ষে কাজ করবে…. ইনশাআল্লাহ,

সকলে সহযোগিতা কামনা করছি,,,

পিচ ঢালাই করা পাকা রাস্তাটি পুরোপুরিভাবে  ধ্বসে পড়ায় চরম দুর্ভোগের আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় ২০ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।

এতে ঐ এলাকা গুলোর সকল শ্রেনীর মানুষদের যোগাযোগ ব্যাবস্থা চরম হুমকির মুখে পরেছে।

জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে রাস্তাটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

লালমনিরহাটে ভারী বৃষ্টিবর্ষনে শত শত মানুষের যাতায়াত ব্যাবস্থা হুমকির মুখে

প্রকাশিত : ০৯:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
বিজ্ঞাপন
print news

মামুনুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি : এই রাস্তা দিয়ে বড়বাড়ী ইউনিয়নের ৪টি ওয়ার্ড এবং কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে।

বিজ্ঞাপন

রাস্তাটা ডাকবাংলো বাজার থেকে জয়হরি,সোনাতলা, বলিরাম,বিদ্যাবাগীশ, কাশেম বাজার,ও শান্তির বাজার বুদারু বড়বাশুড়িয়া কলাখাওয়া যাওয়ার রাস্তা,

এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত  ঐ অঞ্চলের প্রান কেন্দ্র বড়বাড়ীর ও তাহদের নিজ জেলা লালমনিরহাটের উদ্দেশ্যে   শত শত মানুষ যাতায়াত করে।

গত বছর বর্ষাকালে  ভারি বৃষ্টিবর্ষনের কারনে রাস্তাটি ক্রমেই ভেঙ্গে গিয়েছিলো

স্থানিয়রা জানান রাস্তাটা ভেঙ্গে যাওয়ার আগেই আমরা পরিচর্যা করেছিলাম ।এবারের পরিস্থিতি খুবেই ভয়াবহ রুপ নিয়েছে।বিষয়টি স্থানীয় সমাজ সেবকদের দৃষ্টি আকর্ষণ করছিলাম বিভিন্ন ভাবে ।কিন্তু কোনো ধরনের সারা পাইনি আমরা, এমনকি ইউপি নির্বাচনে  প্রার্থিরা একেকজন একেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচন শেষে কোনো রকম  কাজ করার আগ্রহ দেখান নাই।

সম্প্রতি ভারী বৃষ্টিপাতে রাস্তাটা একদম চলাচলের অনুপযোগী হয়েছে।স্থানীয়রা আরও জানান বিষয়টি লালমনিরহাটের এ ডি সি সাহেব ও অবগত, তিনি ঘটনা  স্থানে পর্যবেক্ষনেও এসেছিলেন।এমন কি এলাকার ইউপি চেয়ারম্যান সাহেবকে ৩দিনের মধ্যে কার্যক্রম শুরু ও করতে বলেছিলেন। তাতেও কোনো কাজ হয় নি।তাহারা অনেকটা দুঃখের  সহিত এই কথাগুলো অবগত করেন।

স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, মেহেদী হাসান মেরাজ,ও জাহিদ হাসান জাকারিয়া তারা জানায়

জনপ্রতিনিধিরা নিরব -রাস্তার এই বেহাল চিত্র অনেক আগে থেকেই দৃশ্যমান কিন্তু অনেকেই আশ্বাস দিলেও কাজ হয়নি বিন্দুমাত্র,,,, এবার দেখা যাক জনপ্রতিনিধিরা এগিয়ে না আসলে খুব শিগগিরই  বড়বাড়ি ইউনিয়ন ছাত্রলীগ বিষয়টি নিয়ে  সমস্যা সমাধানে    লক্ষে কাজ করবে…. ইনশাআল্লাহ,

সকলে সহযোগিতা কামনা করছি,,,

পিচ ঢালাই করা পাকা রাস্তাটি পুরোপুরিভাবে  ধ্বসে পড়ায় চরম দুর্ভোগের আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় ২০ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।

এতে ঐ এলাকা গুলোর সকল শ্রেনীর মানুষদের যোগাযোগ ব্যাবস্থা চরম হুমকির মুখে পরেছে।

জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে রাস্তাটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।