শার্শা উপজেলায় দুধ, ডিম ও মুরগী ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
- প্রকাশিত : ০৫:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ৭৫৮ বার পঠিত
শার্শা উপজেলায় দুধ, ডিম ও মুরগী ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
সুমন হোসেইন, যশোর প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গিকার, নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করনে শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মুরগী বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মোড়ে এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) বাংলাদেশ পোলট্রি ফার্মার্স(বিপিএফএ) বাস্তবায়নে শার্শা উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়
এলডিডিপি প্রকল্পের এলইও জনাব ডাঃ রুবাইয়াত ফেরদৌস, এলএফএ ও এলএসপি বৃন্দ সহ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুমা আক্তার , ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সহ শার্শা উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুমা আক্তার বলেন, আমরা প্রান্তিক খামারীদের কাছ থেকে ন্যার্য্য মূল্যে কিনে সেই দামে বিক্রি করছি। জেলা মার্কেটিং ও মনিটরিং কমিটির কর্মকর্তাদের মাধ্যমে মূল্য নির্ধারন করা হয়েছে। এবং আমাদের এই কার্যক্রম আজ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত চলবে।
শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৪টি পয়েন্টে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের পরিবহন খাতে যা ব্যয় হবে সেটা সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি। এসময় জনসাধারণের চাহিদার ভিত্তিতে খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত পণ্য বিক্রি হয়ে যায়।
তবে জনপ্রতি সর্বোচ্চ দুই কেজি দুধ, ৫ হালি করে ডিম, ২টি করে ব্রয়লার মুরগী ও ৩টি করে সোনালি মুরগী ক্রয় করতে পারবেন।
আরও পড়ুন: দেশে করোনায় নতুন মৃত্যু ৯৬ জন