ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক মাস ছুটি বাড়ানোর সম্ভাবনা

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ৯৫৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক মাস ছুটি বাড়ানোর সম্ভাবনা

মহামারি করোনার বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া খবরে জানা গেছে, নতুন করে আরও ১ মাস ছুঠি বৃদ্ধি হতে পারে।

বিজ্ঞাপন

১৫ ডিসেম্বর (মঙ্গলবার) এই বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন করে ছুটিবাড়ানো হবে কিনা, শিক্ষা মন্ত্রণালয় গঠিত কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে।আগামী ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে।শেখ হাসিনার নির্দেশে এই প্রস্তুতি শুরু করা হয়েছে।করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।’

উল্লেখ্য, কয়েক ধাপে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: অনার্স ও মাষ্টার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

সূত্র: গণমাধ্যম।

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক মাস ছুটি বাড়ানোর সম্ভাবনা

প্রকাশিত : ১০:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
বিজ্ঞাপন
print news

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক মাস ছুটি বাড়ানোর সম্ভাবনা

মহামারি করোনার বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া খবরে জানা গেছে, নতুন করে আরও ১ মাস ছুঠি বৃদ্ধি হতে পারে।

বিজ্ঞাপন

১৫ ডিসেম্বর (মঙ্গলবার) এই বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন করে ছুটিবাড়ানো হবে কিনা, শিক্ষা মন্ত্রণালয় গঠিত কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে।আগামী ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে।শেখ হাসিনার নির্দেশে এই প্রস্তুতি শুরু করা হয়েছে।করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।’

উল্লেখ্য, কয়েক ধাপে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: অনার্স ও মাষ্টার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

সূত্র: গণমাধ্যম।