সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে কিনা জানা যাবে ২৯ অক্টোবর
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১১:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ৮৪৭ বার পঠিত
আবারো বাড়তে পারে শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ।এ নিয়ে আগামী বৃহষ্পতিার (২৯ অক্টোবর) দুপুরে ডাঃ দীপু মনি সংবাদ সম্মেলন করবেন।গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখনই দেশে স্কুল-কলেজ খুলে দেওয়া সম্ভব হচ্ছে না।চলমান ছুটি আরও বাড়ানো হবে।আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের ছুটি রয়েছে।
তবে ছুটি কতদিন বৃদ্ধি করা হবে, সে বিষয়ে ডাঃ দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
করোনার কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।কয়েক দফায় ছুটি বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়।এখন আবারো ছুটি বৃদ্ধি করা হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয় থেকে।
সূত্র: গণমাধ্যম।