ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ




শীত শেষে স্কুল খুললেও পুরোপুরি ক্লাস কার্যক্রম শুরু হয়তো করা যাবে না-ডা. দীপু মনি

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৬:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ৬৪৯ বার পঠিত

শিক্ষামন্ত্রী: ডা. দীপু মনি

কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুল কবে খুলবে, তা পুরোপুরি নির্ভর করবে করোনভাইরাস পরিস্থিতির ওপর।শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি হবে।দেশে মার্চ পর্যন্ত শীত থাকে।শীতের প্রকোপ কমার পর স্কুল খোলা হতে পারে।

বিজ্ঞাপন

২৫ নভেম্বর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি বলেন, ‘যখনি স্কুল খোলা সম্ভব হবে, তখনি আমরা খুলে দেবা।তবে স্কুল খুললেও পুরোপুরি ক্লাস কার্যক্রম হয়তো শুরু করা যাবে না।সেখানে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাসের কার্যক্রম করতে হবে।’

করোনার কারণে স্কুলের সব শ্রেণীতে পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের সামনে ৩টি বিকল্প ছিল।এক, শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়া কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, এমন সময়ে সেই ঝুঁকি আমরা নিতে চাই না।অনলাইনে ভর্তি পরীক্ষার একটি অপশন ছিল কিন্তু অনেকের অনলাইন ব্যবহারের সুবিধা বা সুযোগ নেই বলে সেটিও গ্রহণ করেনি মন্ত্রণালয়।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘প্রতিবছর ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হয়ে থাকে।তবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, সব শ্রেণিতেই পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে।জানুয়ারির মাসের ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে এই লটারির মাধ্যমে ভর্তির আয়োজন সম্পন্ন করা হবে।’

সূত্র: গণমাধ্যম।




ফেসবুকে আমরা




x

শীত শেষে স্কুল খুললেও পুরোপুরি ক্লাস কার্যক্রম শুরু হয়তো করা যাবে না-ডা. দীপু মনি

প্রকাশিত : ০৬:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
বিজ্ঞাপন
print news

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুল কবে খুলবে, তা পুরোপুরি নির্ভর করবে করোনভাইরাস পরিস্থিতির ওপর।শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি হবে।দেশে মার্চ পর্যন্ত শীত থাকে।শীতের প্রকোপ কমার পর স্কুল খোলা হতে পারে।

বিজ্ঞাপন

২৫ নভেম্বর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি বলেন, ‘যখনি স্কুল খোলা সম্ভব হবে, তখনি আমরা খুলে দেবা।তবে স্কুল খুললেও পুরোপুরি ক্লাস কার্যক্রম হয়তো শুরু করা যাবে না।সেখানে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাসের কার্যক্রম করতে হবে।’

করোনার কারণে স্কুলের সব শ্রেণীতে পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের সামনে ৩টি বিকল্প ছিল।এক, শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়া কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, এমন সময়ে সেই ঝুঁকি আমরা নিতে চাই না।অনলাইনে ভর্তি পরীক্ষার একটি অপশন ছিল কিন্তু অনেকের অনলাইন ব্যবহারের সুবিধা বা সুযোগ নেই বলে সেটিও গ্রহণ করেনি মন্ত্রণালয়।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘প্রতিবছর ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হয়ে থাকে।তবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, সব শ্রেণিতেই পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে।জানুয়ারির মাসের ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে এই লটারির মাধ্যমে ভর্তির আয়োজন সম্পন্ন করা হবে।’

সূত্র: গণমাধ্যম।