শেয়ার বাজার বন্ধ থাকবে ৭ দিন
- প্রকাশিত : ১১:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১ ১৬৩৫ বার পঠিত
শেয়ার বাজার বন্ধ থাকবে ৭ দিন
মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল(বুধবার) সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এ সময় ব্যাংক বন্ধ থাকবে।এ সময় বন্ধ থাকবে পুঁজিবাজারের কার্যক্রম।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের(বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘ব্যাংক ছাড়া পুঁজিবাজারের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা চাইলেও এ সময়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো না।তবে ব্যাংক খোলার সাথে সাথে আমরা বাজারের কার্যক্রম শুরু করব।’
লকডাউনে ব্যাংক বন্ধ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে।কেবল খোলা থাকবে, রপ্তানি কাজের জন্য কাষ্টমস সংশ্লিষ্ট ইডি শাখা ও বন্দর শাখাগুলো।
উল্লেখ্য, বর্তমানে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে আজ ১২ এপ্রিল(সোমবার)থেকে পুঁজিবাজারে আড়াই ঘন্টার লেনদেন চলছে।আগামী কাল মঙ্গলবারও বাজার আড়াই ঘন্টা লেনদেন হবে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে মসজিদের নামাজে ২০ জন অংশ নিতে পারবেন
সূত্র: গণমাধ্যম।