শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কারফিউ জারি
- প্রকাশিত : ১২:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ১৮৭ বার পঠিত
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কারফিউ জারি
চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। নিত্যপণ্য ও জ্বালানির দাম আকাশচুম্বী। সংকট নিরসনে ব্যর্থতার প্রতিবাদে দেশটিতে সরকারের বিরুদ্ধে চলছে ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ–সমাবেশ। তা ঠেকাতে রাজধানী কলম্বোয় জারি করা হয়েছে কারফিউ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমারত্নে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে কলম্বো ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। আর কারফিউ চলাকালে সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : এ বছর হজ পালন করলেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩জন মুসলিম
সরকারবিরোধী তুমুল বিক্ষোভে গতকাল উত্তাল ছিল কলম্বো। দেশটির হাজারো ছাত্র–জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন। আজ শনিবারও বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছেন। তাই যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা সরকার।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, নিরাপত্তা রক্ষায় শুক্রবার বিকেলে প্রায় ২০ হাজার সেনা–পুলিশ মোতায়েন করা হয়েছে।