সখিপুরে লকডাউনের চতুর্থ দিনে বিধিনিষেধ না মানায় জরিমানা ২৫,৪০০
- প্রকাশিত : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ৮১৫ বার পঠিত
মোঃ রফিকুল ইসলাম, সখিপুর (টাংগাইল) প্রতিনিধি: সারাদেশে লকডাউনের চতুর্থ দিনে টাঙ্গাইলের সখিপুরে লকডাউনের নিয়ম-কানুন না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিদিনের মতো রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় দুটি মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন,ইউ্এনও চিত্রা শিকারী ও এসিল্যান্ড হামীম তাবাসসুম প্রভা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সখিপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডবিধির ২৬৯ ধারায় মোট ১৩ টি মামলায় ৫ হাজার ৪শত টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও ও এসিল্যান্ড দুটি পৃথক অভিযানে এ দন্ড প্রদান করেন। ইউএনও চিত্রা শিকারী বলেন,সখিপুরের মানুষের জানমাল রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় শতশত মানুষ পানি বন্ধী