খুলনার খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
- প্রকাশিত : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ১০৩৭ বার পঠিত
খুলনার খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
খুলনা খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ শ্রমিক নেতা শেখ আনসার আলী স্মরণে শনিবার সকাল১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খানজাহান আলী থানা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শেখ আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজোয়ান আলী, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম প্রমুখ খানজাহান আলী থানা প্রেসক্লাবের সকল সাংবাদিক ফুলতলা উপজেলায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ আকরাম হোসেন বলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শেখ আনসার আলী এ অঞ্চলের মানুষের জন্য অনেক অবদান রেখে গিয়েছেন , তার অবদানের কথা খানজাহান আলী থানা এলাকা বাসি আজীবন স্মরণ করবে। তিনি আরো বলেন শেখ আনসার আলী প্রতিষ্ঠিত এ প্রেসক্লাবের জন্য তিনি আজীবন সাহায্য ও আর্থিক অনুদান প্রদান করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে শেখ মনিরুল ইসলাম বলেন সাংবাদিকরা সমাজের আয়না তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। দুপুর একটায় শিরোমনি বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আতাউর রহমানের পরিচালনায় দোয়া শেষ হয় ও সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মামুন মোল্লা খানজাহান আলী (খুলনা) প্রতিনিধি